ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই মালয়েশিয়ায় উচ্চশিক্ষা

আইইএলটিএস ছাড়াই পড়তে যাওয়ার সুযোগ রয়েছে মালয়েশিয়ায় এবং ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই মালয়েশিয়ায় উচ্চশিক্ষা।

আপনি যদি HSC পাস হন এবং জবের পাশাপাশি হায়ার স্টাডি সুযোগ খুঁজছেন, তাহলে মালয়েশিয়ান গভমেন্ট এর Work-Based Learning Programs এর আওতায় Diploma in Hotel Management কোর্স করতে পারেন। এখানে আপনি হাইয়ার স্টাডি এর পাশাপাশি চাকরীর সুযোগ পাবেন এবং প্রতি ঘণ্টা ১৫ রিংগিত পারিশ্রমিক পাবেন।
Diploma in Hotel Management কোর্সের বিশেষ সুবিধা:
🏦 ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন নেই
📚 যে কোন বিষয়ে HSC পাস হলে আবেদন করা যাবে
⏳ দীর্ঘ স্টাডি গ্যাপ থাকলেও সমস্যা নেই
🌍 কোর্স শেষে দুবাই, সিংগাপুরে ইন্টার্নশিপের সুযোগ
🎓 মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুরে চাকরির সুযোগ
✅ মালয়েশিয়া ই-ভিসা দেয়, ভিসার সম্ভাবনা ১০০%
তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের এডুকেশনের বনানী শাখায়।

CONTACT US

Primary Information

Primary Information